সংবাদ বিজ্ঞপ্তিঃ
আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস (১৭ই অক্টোবর, ২০১৬) উপলক্ষ্যে বিশ্বের বৃহত্তম বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক সারা দেশে সপ্তাহব্যাপী (১৭-২০ অক্টোবর) নানা কার্যক্রম হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে আজ সোমবার (১৭ অক্টোবর) বিকালে কিশোরগঞ্জ জেলায় টিইউপির কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক জনাব মো: আজিমুদ্দিন বিশ্বাস। তিনি ব্র্যাকের উল্লেখিত কর্মসূচির অংশগ্রহণকারীদের সঙ্গে বৈঠক এবং তাদের বাড়ি পরিদর্শন করেন।
এসময় তাঁর সঙ্গে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব তরফদার মো: আক্তার জামীল ও কিশোরগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: মামুন আল মাসউদ,চেয়ারম্যান রশিদাবাদ ইউনিয়ন, মো: ইদ্রিস আলী ও চেয়ারম্যান মারিয়া ইউনিয়ন, মজিবুর রহমান হলুদ প্রমুখ।
জাতিসংঘ এ বছরের আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘উপেক্ষা নয়, নয় বর্জন; সবাইকে নিয়েই দারিদ্র্য নিরসন’ (Moving from humiliation and exclusion to participation: Ending poverty in all its forms)। দিবসটিকে কেন্দ্র করে অতিদরিদ্র কর্মসূচি সরকার এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারকে নিয়ে জাতীয় এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম হলো বর্তমানে অতিদরিদ্র কর্মসূচির কার্যক্রম চলমান রয়েছে এরকম সকল জেলার (৪৩টি) সংশ্লিষ্ট জেলা প্রশাসক মহোদয়কে অতিদরিদ্র কর্মসূচির মাঠকার্যক্রম পরিদর্শন করানো।
ব্র্যাকের পক্ষ থেকে জানানো হয়, তাদের এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে, অতিদরিদ্র কর্মসূচি বিষয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসক মহোদয়কে সম্যক ধারণা দেওয়া এবং সংশ্লিষ্ট সরকারি স্টেকহোল্ডারদের কাছে তাদের অভিজ্ঞতা এবং লব্ধ জ্ঞান তুলে ধরতে উৎসাহিত করা। এটি ভবিষ্যতে সরকারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার পরিবেশ তৈরিতে অবদান রাখবে। একই সঙ্গে বাংলাদেশ থেকে অতিদারিদ্র্য নির্মূলকরণে এই্র কর্মসূচি কীভাবে অবদান রাখতে পারে, সে বিষয়ে জেলা প্রশাসক এবং অন্যান্য সরকারি কর্মকর্তার মূল্যবান পরামর্শ গ্রহণ করা। এসকল পরামর্শ ব্র্যাকের পরবর্তী করণীয় নির্ধারণে সহায়ক হবে।
দেশজুড়ে অতি দারিদ্র্য নিরসনে ব্র্যাকের ভূমিকার প্রশংসা করে জেলা প্রশাসক জনাব মো: আজিমৃদ্দিন বিশ্বাস বলেন, ‘ অতিদরিদ্রদের নির্বাচন প্রক্রিয়া, বিনামূল্যে সম্পদ হস্তান্তরের মাধ্যমে দুই বছরের মধ্যে কর্মদক্ষতা রৃদ্ধি করে আয়বর্ধক কাজের সাথে সম্পৃক্ত করনের মাধ্যমে অতিদরিদ্রতা থেকে বের করে আনা এবং সামাজিক ক্ষমতায়নের ক্ষেত্রে ব্র্যাকের গ্র্যাজুয়েশন এ্যাপ্রোচ অনুসরণীয়। ’
ধন্যবাদসহ
জেলা ব্র্যাক প্রতিনিধি
কিশোরগঞ্জ
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৭-১০-২০১৬ইং/ অর্থ