ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনে জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু–এর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সকালে তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে তাঁর ভাতিজা এ কে এস জামান সম্রাট মনোনয়নপত্রটি সংগ্রহ করেন।
দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচনে জাতীয় পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতির অংশ হিসেবে এই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
উল্লেখ্য, কিশোরগঞ্জ-৩ আসন থেকে জাতীয় পার্টি–এর প্রার্থী হিসেবে মুজিবুল হক চুন্নু ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বিভিন্ন মেয়াদে মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবেও দায়িত্বে ছিলেন।