মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্টঃ
কক্সবাজারের রামুতে বৌদ্ধদের জাহাজ ভাসানো উৎসবকে ঘিরে সোমবার বিকেলে বাঁকখালী নদীর দু’পাড় হাজারো মানুষের মিলনমেলায় পরিনত হয়।
প্রায় শতবছর ধরে জেলা-উপজেলার বিভিন্ন গ্রামের হাজারো বৌদ্ধ নারী-পুরুষ ছাড়াও বিভিন্ন ধর্মাবলম্বীর উপস্থিতিতে এটি অসাম্প্রদায়িক চেতনার উৎসবে পরিনত হয়। নদীতে ভাসানো হয় নানা কারুকার্যখচিত জাহাজ। এ সব জাহাজে চলে নাচ-গান।
এ বছর রামু উপজেলার মধ্যম মেরংলোয়া, পূর্ব রাজারকুল, হাজারীকুল, হাইটুপী রাখাইন পাড়া, হাইটুপী বড়ুয়া পাড়া ও হাজারীকুল গ্রাম থেকে মোট ছয়টি কল্পজাহাজ নদীতে ভাসানো হয়। উৎসবকে ঘিরে অনুষ্ঠিত আনন্দ আয়োজনের উদ্বোধক ও আশীর্বাদক ছিলেন বাংলাদেশ বুদ্ধিষ্ট ফেডারেশনের যুগ্ম সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় থের।
পলক বড়ুয়া আপ্পুর সভাপতিত্বে অনুষ্ঠিত উৎসবে প্রধান অতিথি ছিলেন রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান আলী, ভাইস চেয়ারম্যান আলী হোসেন, সহকারী কমিশনার (ভূমি) নিকারুজ্জামান, রামু থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর, কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা, ফতেখাঁরকুল ইউনিয়নের চেয়ারম্যান ফরিদুল আলম, সাংবাদিক জাহেদ সরওয়ার সোহেল, রামু কেন্দ্রীয় বৌদ্ধ ঐক্য ও কল্যাণ পরিষদের সভাপতি প্রবীর বড়ুয়া, সাধারণ সম্পাদক তরুণ বড়ুয়া, রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া প্রমুখ।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম / ১৭-১০-২০১৬ ইং/মোঃ হাছিব
Tags: