বরগুনার আমতলী পৌরসভার ৩নং ওয়ার্ডের খোন্তাকাটা বাইতুল আমান জামে মসজিদ সলগ্ন এলাকায় তহসিন মোল্লার বাসার ভাড়াটিয়া মো.লিমন (২১) নামের এক যুবক বুধবার রাতে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। জানাগেছে, তহসিন মোল্লার বাসায় মোর্শেদা বেগম নামের এক নারী তার ছেলেকে নিয়ে ভাড়া থাকতেন।বুধবার সকাল থেকে মার্শেদা বাসায় ছিলেন না।রাত ১১ টার দিকে মোর্শেদা বাসায় এসে দেখে ঘরের দরজা জানালা বন্ধ। অনেকক্ষন ডাকা ডাকির পর ঘরের দরজা না খোলায় পাশের রুমের টিনের বেড়া ভেঙ্গে দেখতে পান লিমন( ২১) ঘরের চালের আড়ার সাথে ঝুলে রয়েছে। মোর্শেদার ডাক চিৎকারে স্থানীয় লোকজন এসে লিমনকে আড়ার সাথে ঝুলতে দেখে আমতলী থানা পুলিশে খবর দিলে থানা পুলিশ রাত ১২ দিকে লাশ উদ্ধার করে আমতলী থানায় নিয়ে আসেন। আমতলী থানার এস আই কমল চন্দ্র দে জানান, লাশ উদ্ধার করে আমতলী থানায় নিয়ে আসা হয়েছে। আমতলী থানার অফিসার ইনচার্জ মো.জাহাঙ্গির হোসেন বলেন বৃহস্পতিবার সকালে ময়না তদন্তের জন্য মরদেহ বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। এঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।