muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

ফরিদপুরে জেমসের কনসার্টে বহিরাগতদের হামলা, আহত ২০

ফরিদপুরে জেমসের কনসার্টে বহিরাগতদের হামলা, আহত ২০

ফরিদপুরে ব্যান্ড সংগীতশিল্পী জেমসের একটি কনসার্টে বহিরাগতদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

শুক্রবার রাতে ফরিদপুর জেলা স্কুলের প্রতিষ্ঠা ১৮৫ বছর পূর্তি উপলক্ষে স্কুল চত্বরে এ কনসার্টের আয়োজন করা হয়।

জানা যায়, অনুষ্ঠান শুরুর আগমুহূর্তে কয়েকজন বহিরাগত ব্যক্তি কনসার্টস্থলে প্রবেশের চেষ্টা করলে আয়োজক কমিটি ও স্বেচ্ছাসেবকরা তাদের বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে তারা ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এ সময় কমপক্ষে ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তাজনিত কারণে জেলা প্রশাসকের নির্দেশে অনুষ্ঠানটি বাতিল করা হয়।

আয়োজক কমিটির আহ্বায়ক মুস্তাফিজুর রহমান শামীম বলেন, “শিক্ষার্থীদের নিরাপত্তাই আমাদের প্রথম অগ্রাধিকার ছিল। তাই প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।”

বর্ষপূর্তি অনুষ্ঠান বাস্তবায়ন ও মিডিয়া উপকমিটির আহ্বায়ক রাজীবুল হাসান খান জানান, “অনুষ্ঠান সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন ছিল। তবে হঠাৎ করে কারা এবং কী কারণে হামলা চালিয়েছে -তা এখনও পরিষ্কার নয়।”

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, “জেমস আসার খবর শুনে স্কুলের সামনে ২০ থেকে ২৫ হাজার মানুষ জড়ো হয়ে যান। এত লোককে স্কুলের ভেতরের প্রাঙ্গণে জায়গা দেওয়া অসম্ভব ছিল। বহিরাগতদের ঢুকতে না দেওয়ায় হালকা বিশৃঙ্খলা হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শেষ পর্যন্ত পুরো পরিবেশনা বাতিল করা হয়।”

হামলার পর আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আয়োজক ও শিক্ষার্থীরা।

Tags: