muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

পাগলা মসজিদের দানসিন্দুকে পাওয়া গেল ১১ কোটি ৭৮ লাখ টাকা

পাগলা মসজিদের দানসিন্দুকে পাওয়া গেল ১১ কোটি ৭৮ লাখ টাকা

কি‌শোরগ‌ঞ্জের পাগলা মস‌জি‌দের দান‌ন্দিু‌কের টাকায় বস্তার রেকর্ড ভাং‌লেও এবার গড়‌তে পা‌রে‌নি টাকার রেকর্ড! শনিবার সকালে কিশোরগঞ্জের পাগলা মসজিদের ১৩টি দানসিন্দুক খুলে দিনভর গণনা করে টাকার পরিমাণ পাওয়া গেছে ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা। সঙ্গে মিলেছে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা।

‌এব‌ার তিন মাস ২৭ দিন পর ‌কি‌শোরগঞ্জ জেলা শহরের নরসুন্দা নদীতীরের পাগলা মসজিদের দানের সিন্দুকগুলো খোলা হয়। মনোবাসনা পূরণের আশায় এখানে টাকাসহ নানা সম্পদ দান করেন সকল ধ‌র্মের মানুষ। শনিবার সকাল নয়টা থেকে পাঁচ শতাধিক লোক ৩৫ বস্তা টাকা গণনা করেন। প্রায় ১২ ঘণ্টা ‌২০ মিনিট বির‌তিহীন গণনা শেষে টাকার অঙ্ক জানা যায়। নগদ টাকার পাশাপাশি স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রাও পাওয়া গেছে দানসিন্দুকে।

এর আগে চলতি বছরের ৩০ আগস্ট দানসিন্দুকগুলো খোলা হয়। ওই সময় ৩২ বস্তা টাকা গণনার পর ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকাসহ বৈদেশিক মুদ্রা, সোনার গয়না ও হীরা পাওয়া গিয়েছিল।

জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক (সা‌র্বিক) মিজা‌বে রহমত, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফ,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার, রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোহাম্মদ আলী হারেছীর উপস্থিতিতে পাগলা মস‌জি‌দের দানসিন্দুকগু‌লো খোলা হয়।

Tags: