muktijoddhar kantho logo l o a d i n g

রাজনীতি

ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনের মনোনয়নপত্রে সই করলেন তারেক রহমান

ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনের মনোনয়নপত্রে সই করলেন তারেক রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে ঢাকা-১৭ ও বগুড়া-৬ নির্বাচনি আসনের মনোনয়নপত্র চূড়ান্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তিনি এই আসন দুটির দলীয় মনোনয়নপত্রে সশরীরে উপস্থিত হয়ে সই করেন।

বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, রোববার সন্ধ্যায় সংশ্লিষ্ট আসন দুটির নির্বাচনি সমন্বয়কদের সাথে নিয়ে এক সংক্ষিপ্ত সভায় বসেন তারেক রহমান। সভা শেষে তিনি নিজ হাতে ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়নপত্রে স্বাক্ষর সম্পন্ন করেন। ১৭ বছর পর দেশে ফেরার পর এটিই তার প্রথম কোনও নির্বাচনি দাফতরিক কার্যক্রমে অংশগ্রহণ।

এর আগে, এদিন সকালে ঢাকা-১৭ আসনের জন্য ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর কার্যালয় থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।

এছাড়া, দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া-৬ আসনে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তৌফিকুর রহমানের কাছ থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন নেতাকর্মীরা।

Tags: