কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবায় যুক্ত হয়েছে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। ইনডোরে ভর্তি রোগীদের দ্রুত ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) থেকে হাসপাতালের প্যাথলজি ল্যাবরেটরি ২৪ ঘণ্টা চালু রাখার সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এর ফলে জরুরি প্রয়োজনে রাতের যেকোনো সময় রোগীরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুবিধা পাবেন।
এর আগে হাসপাতালে ব্লাড ব্যাংক ২৪ ঘণ্টা চালু থাকলেও, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ইসলামের নির্দেশনায় এবার প্যাথলজি ল্যাবরেটরিকেও ব্লাড ব্যাংকের পাশাপাশি সার্বক্ষণিক চালু রাখা হচ্ছে।
এ তথ্য নিশ্চিত করেছেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি ও রক্ত পরিসঞ্চালন বিভাগের ইনচার্জ মিজবাহ উদ্দিন আহমদ (নিঝুম)। তিনি জানান, খুব শিগগিরই হাসপাতালে বন্ধ থাকা Beacman Coulter (USA) মেশিনটি পুনরায় চালু করা হবে। এ মেশিনের মাধ্যমে নতুন ও গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পরীক্ষা যুক্ত করা সম্ভব হবে এবং প্রতি ঘণ্টায় প্রায় ৮০০টি টেস্টের রিপোর্ট প্রদান করা যাবে।
হাসপাতালের সার্বিক সক্ষমতা জনগণের সামনে তুলে ধরা এবং দালাল ও প্রতারক চক্রের হাত থেকে রোগীদের সুরক্ষিত রাখতে সেবার এ পরিসর আরও সম্প্রসারণ করা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।