muktijoddhar kantho logo l o a d i n g

রাজনীতি

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ড. কামাল হোসেন

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ড. কামাল হোসেন

বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (২ জানুয়ারি) তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ৮৮ বছর বয়সি এই প্রবীণ রাজনীতিক ও বিশিষ্ট আইনজীবী বর্তমানে ফুসফুসের জটিলতায় ভুগছেন। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার দ্রুত আরোগ্য কামনায় দোয়া চাওয়া হয়েছে।

শারীরিক অসুস্থতা সত্ত্বেও ড. কামাল হোসেন সাম্প্রতিক সময়ে বিভিন্ন জাতীয় কর্মসূচিতে অংশ নিয়েছেন। গত বুধবারও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় শরিক হতে তিনি মানিক মিয়া অ্যাভিনিউতে উপস্থিত ছিলেন। ওই জানাজার পর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে বলে জানা গেছে।

বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক ইতিহাসে ড. কামাল হোসেনের নাম ওতপ্রোতভাবে জড়িত। ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান হিসেবে তিনি ঐতিহাসিক দায়িত্ব পালন করেন। এ ছাড়া বঙ্গবন্ধুর মন্ত্রিসভায় আইনমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। প্রবীণ এই ব্যক্তিত্বের অসুস্থতার সংবাদে রাজনৈতিক ও আইনজীবী মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

Tags: