মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্টঃ
তথ্য অধিকার আইন বাস্তবায়িত হলে দেশের মানুষ ক্ষমতায়ন হবেন, সেই সঙ্গে জনসেবার খাতগুলোতে জবাবদিহিতা ও স্বচ্ছতা বৃদ্ধি পাবে। তথ্যের অবাধ বিচরণ থাকলে দেশের সরকারি ও বেসরকারি সকল পর্যায়ের কর্মকাণ্ডে সুশাসন ও উন্নয়ন নিশ্চিত সম্ভব হবে।’
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০১৬ উপলক্ষে আজ মঙ্গলবার রাজশাহী সিটি করপোরেশন ভবনে ‘তথ্য মেলা ও দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সাংস্কৃতিক’ অনুষ্ঠানের উদ্বোধনীতে বক্তাগণ এসব কথা বলেন।
দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করে যৌথভাবে রাজশাহী জেলা প্রশাসন, জেলা তথ্য অফিস ও সচেতন নাগরিক কমিটি।
জেলা প্রশাসক কাজি আশরাফ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার সৈয়দ মোয়াজ্জেম। সভাপতিত্ব করেন নাগরিক কমিটি সভাপতি অধ্যাপক আবদুস সালাম।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এম সালাউদ্দিন ও রাজশাহী সরকারি কলেজ অধ্যক্ষ অধ্যাপক হাবিবুর রহমান অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপতরের উপ-পরিচালক এমডি শামসুজ্জামান।
প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, সরকার তথ্য অধিকার আইন বাস্তবায়নে আন্তরিক। মাঠ পর্যায়ে আইনটি বাস্তবায়নে সরকার দৃঢ়তার সাথে কাজ করছে। মাঠ পর্যায়ের সরকারি ও বেসরকারি সংস্থাগুলো সরকারের উদ্যোগকে এগিয়ে নিতে কাজ করছে।
মূল প্রবন্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের অধ্যাপক তানজিমা জোহরা হাবিব বলেন, তথ্য অধিকার আইন বাস্তবায়ন না করা গেলে জনগণের দেশের উন্নয়নের সঙ্গে সম্পৃক্তা করা যাবে না।
অনুষ্ঠানে প্রায় ৩৪টি সরকারি ও বেসরকারি সংস্থার পক্ষ থেকে মেলায় অংশগ্রহণ করে তাদের তথ্য অধিকার বিষয়ক কর্মকাণ্ড প্রদর্শন করেন।
এর আগে আজ সকালে জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন এবং পুলিশ সুপার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভুঁঞার নেতৃত্বে একটি র্যালি রেলওয়ে স্টেশন চত্বর থেকে শুরু হয়ে নগর ভবনে এসে শেষ হয়।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম / ১৮-১০-২০১৬ ইং/মোঃ হাছিব
Tags: