muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

রাজধানীতে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

রাজধানীতে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

রাজধানীর কদমতলী এলাকায় শাহাবুদ্দিন (৪০) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ১০টার দিকে কুদার বাজার আদর্শ সড়ক এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত শাহাবুদ্দিনের বড় ভাই মহিউদ্দিন জানান, তার ভাই কদমতলী জুরাইন এলাকায় থাকতেন এবং ভাঙারি ব্যবসা করতেন। রাতে জানতে পারেন কদমতলীর কুদর বাজার এলাকায় দুর্বৃত্তরা চাপাতি দিয়ে ভাই শাহাবুদ্দিনকে কুপিয়েছে। সেখানে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। তবে চিকিৎসক পরীক্ষা নীরিক্ষা করে তার ভাইক মৃত ঘোষণা করেন।

মহিউদ্দিন বলেন, ‘কে বা কারা ভাইকে কুপিয়েছে তা জানতে পারি নাই। তবে ঘটনাস্থলে গেলে বিস্তারিত জানতে পারবো।’

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ভাঙারি ব্যবসায়ীকে মৃত ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত ব্যক্তির শরীরে বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করতে কদমতলী থানা পুলিশকে জানিয়েছেন।

Tags: