পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তার রদবদল করা হয়েছে। এই রদবদলে সিআইডি, ডিএমপি, পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি) এবং টুরিস্ট পুলিশের কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছেন।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে।
কর্মস্থল বদলের মধ্যে ডিআইজি পদে রয়েছেন দুজন কর্মকর্তা। ঢাকা সিআইডির ডিআইজি এস এম ফজলুর রহমানকে একই পদে পুলিশের টেলিকম ইউনিট (রাজারবাগ) এ দায়িত্ব প্রদান করা হয়েছে। আর মো. সাজ্জাদুর রহমানকে এপিবিএনে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া সিআইডির অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি) হিসেবে দায়িত্ব পান।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, অন্যান্য কর্মকর্তাদের রদবদল এবং তাদের নতুন কর্মস্থলও নির্ধারিত হয়েছে, যা পুলিশ প্রশাসনের কার্যক্রমকে আরও সুসংহত ও দক্ষ করার লক্ষ্য নিয়ে করা হয়েছে।