muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

রাসায়নিক অস্ত্র মুক্ত পৃথিবী গড়ে তোলার আহ্বান ঢাবি উপাচার্যের

মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট:
রাসায়নিক অস্ত্র মুক্ত পৃথিবী গড়ে তুলতে সব বিজ্ঞানী তথা রসায়নবিদকে সরাসরি অংশগ্রহণ ও প্রত্যক্ষ সমর্থন দেয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘Past Successes and Future Challenges for Global Chemical Disarmament’ শীর্ষক এক বিশেষ বক্তৃতায় তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অর্গানাইজেশন ফর দি প্রোহিবিশন অফ কেমিক্যাল উইপনস (ওপিসিডাবিউ)-এর মহাপরিচালক আহমেদ উজুমজু, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল আজিজ,  রসায়ন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. নীলুফার নাহার প্রমুখ।
উপাচার্য বলেন, রসায়নবিদদের বিবেকের কাছে অঙ্গীকার করতে হবে যে, রাসায়নিক অস্ত্র তৈরির ক্ষেত্রে তারা কোন গবেষণায় লিপ্ত হবেন না।
রাসায়নিক প্রযুক্তি উৎপাদন, সংরক্ষণ ও এর যথাযথ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কোন সন্ত্রাসী গ্রুপ যেন রাসায়নিক দ্রব্য না পায়, সে ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে।
আহমেদ উজুমজু বলেন, নতুন অস্ত্র তৈরি বন্ধে রাসায়নিক শিল্প প্রতিষ্ঠানে নজরদারি বাড়াতে হবে। রাসায়নিক পদার্থের শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা গড়ে তুলতে হবে। রাসায়নিক অস্ত্রের হুমকির বিরুদ্ধে বিশ্বের সকল রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বকে সোচ্চার হতে হবে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম / ১৮-১০-২০১৬ ইং/মোঃ হাছিব

Tags: