muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

পাকুন্দিয়া উপজেলার ইউপি সচিব ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের জন্য এমআইএস শীর্ষক প্রশিক্ষণ কোর্স এর উদ্বোধন

আশরাফ আলী, স্টাফ রিপোর্টারঃ 

গত ১৯ অক্টোবর ২০১৬ তারিখ বুধবার কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার ইউপি সচিব ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের জন্য তিনদিন ব্যাপী ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) শীর্ষক প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত দ্বিতীয় লোকাল গভর্ণ্যন্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি) এর আওতায় ম্যনেজমেন্ট ইনফরমেশস সিস্টেম (এমআইএস) শীর্ষক এ প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো.আক্তার জামীল।

45

এলজিএসপি-২ এর ডিস্ট্রিক ফ্যাসিলেটেটর মো.আব্দুর রাজ্জাক প্রশিক্ষণের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন । পাকুন্দিয়া উপজেলার ইউপি সচিব ও উদ্যোক্তাদের নিয়ে কালেক্টরেটের তৃতীয় শ্রেণী কর্মচারী ক্লাবে সকাল ৯:০০ টা হতে এ প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণে সমন্বয়কারী হিসেবে মো.আব্দুর রাজ্জাক এবং প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী প্রোগ্রামার নুরুজ্জামান।

03

জেলা প্রশাসক মো.আজিমুদ্দিন বিশ্বাস প্রশিক্ষণের সার্বিক বিষয়াদি মনিটরিং করছেন বলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জানান। তিনি প্রশিক্ষণার্থীদের মনোযোগের সাথে প্রশিক্ষণে অংশগ্রহণের অনুরোধ এবং সকল সচিব ও উদ্যেক্তাদেরকে প্রশিক্ষিত হিসেবে গড়ে ওঠার আহবান জানান। পরবর্তীতে ইউপির সকল কার্যক্রম সফটওয়ারের মাধ্যমে বাস্তবায়ন করা হবে মর্মে তিনি সবাইকে অবহিত করেন।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২০-১০-২০১৬ইং/ অর্থ 

Tags: