বিনোদন ডেস্ক:
সাম্প্রতিক সময়ে বিয়ের দাওয়াত কার্ডে অভিনবত্ব আনার চেষ্টা বেশ চোখে পড়ে। মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত-সবাই ভিন্ন ‘কিছু একটা’ করার চেষ্ঠা করেন। মধ্যবিত্তের বিয়ের কার্ডের অভিনবত্ব অবশ্য লেখা আর ডিজাইনেই সীমাবদ্ধ থাকে। তবে উচ্চবিত্তরা এই বিষয়টা মাঝেমাঝেই চমক দেন। যেমনটা দিলেন ভারতের কর্ণাটকের ধননকুবের তথা বিজেপির প্রাক্তন মন্ত্রী গালি জনার্দন রেড্ডি।
অবৈধ খনি খননের দায়ে ৪০ মাস জেল খাটা শিল্পপতি জনার্দন রেড্ডি তার মেয়ের বিয়েতে দাওয়াত কার্ডে আনলেন এলসিডি স্ক্রিন! কার্ড খুলতেই সেই স্ক্রিনে ভেসে উঠবে দুই মিনিটের একটি ভিডিও অ্যালবাম।
ভিডিওর একেবারে শেষে পরিবারের সবাই মিলে বিয়েতে আমন্ত্রণ জানিয়েছেন। নভেম্বরেই হবে গ্র্যান্ড অনুষ্ঠান। এলসিডি স্ক্রিনের মহামূল্যবান বিয়ের কার্ডে আছে বিয়ের গান, অ্যালবাম । মানে বিয়ের কার্ড নয় যেন একটা ছোট্ট স্মার্টফোন। এই কার্ড নিয়ে সোশ্যাল সাইটে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই বলছেন, বিয়ের কার্ডই যদি এত দামী হয়, তাহলে বিয়ের অনুষ্ঠানটা কত বড় হবে! কজনই বা দেখেছে এরকম কার্ড!
https://youtu.be/HIjV7lyhdbo
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম / ১৯-১০-২০১৬ ইং/মোঃ হাছিব