বিনোদন ডেস্ক:
অজগর সাপের সঙ্গে কুমিরের লড়াই হলো। জয় হলো অজগরের। কিন্তু তাতেও যেন রাগ কমল না অজগরের। ১৩ ফুট লম্বা অজগর আস্ত কুমিরটা গিলে ফেলল। আর তাতেই ঘটল সর্বনাশ। সাপের পেটে ঘটল বিস্ফোরণ!
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দক্ষিণ মিয়ামির একটি ন্যাশনাল পার্ক থেকে ওই ‘বার্মিজ অজগর’ সাপের ছিন্নভিন্ন দেহ উদ্ধার করা হয়েছে। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টার জানিয়েছে, সাপটির ছিন্নভিন্ন দেহটি নদীর ওপর ভাসমান অবস্থায় পাওয়া যায়। সাপটির মাথার দিকের অংশ বিচ্ছিন্ন ছিল। আর পেটের দিক দিয়ে বেরিয়ে ছিল কুমিরের শরীরের একটি অংশ।
বিশেষজ্ঞদের ধারণা, উভয়ের মধ্যে আগে লড়াই হয়েছে। আর লড়াইয়ে কুপোকাত কুমিরটিকে গিলে ফেলার চেষ্টা করেছে অজগরটি। কিন্তু তা হজম করতে পারেনি সাপটি। আর তাতেই সাপের পেটে বিস্ফোরণের ঘটনা ঘটে। আর এতেই ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায় সাপের দেহ।
ওই এলাকায় কুমিরগুলোও বিপজ্জনক। কিছুদিন আগেই দুই বছরের এক শিশুকে মেরে ফেলে এক কুমির।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম / ১৯-১০-২০১৬ ইং/মোঃ হাছিব