আশরাফ আলী, স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ইউপি সচিব ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের সাথে বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় বিষয়ে মত বিনিময় করলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো.আক্তার জামীল। গত ১৯ অক্টোবর ২০১৬ তারিখ বুধবার বিকাল ৩:৩০ টায় এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্যাম্পাসে তিনি এ মতবিনিময় করেন। মতবিনিময় কালে ইউপি সচিবরা জানান অনেক সময় চেয়ারম্যান ও মেম্বারদের চাপে মেয়ের ১৮ বছর না হওয়া সত্ত্বেও তারা জন্মসনদ দিতে বাধ্য হন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো.আক্তার জামীল বাল্যবিবাহ সংক্রান্ত আইন, বাল্য বিবাহরে কুফল, সরকারের নির্দেশনা এবং বাল্যবিবাহ রোধে জেলা প্রশাসনের জিরো টলারেন্স অবস্থানের বিষয়টি উপস্থিত সকলকে অবহিত করেন এবং সকলকে আইন মেনে কাজ করার পরামর্শ দেন। এ ছাড়া বাল্যবিবাহ সংক্রান্ত যে কোন পরামর্শের জন্য জেলা প্রশাসনের সাথে যোগাযোগের অনুরোধ করেন।
উপস্থিত সকল সচিব ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাগণ বাল্যবিবাহ প্রতিরোধে আইন মেনে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২২-১০-২০১৬ইং/ অর্থ