সাহিত্য ও সংস্কৃতিঃ
মিষ্টি লাগে
জামাল উদ্দিন আহমেদ
মিষ্টি লাগে মিষ্টি কথা
মিষ্টি লাগে মিষ্টি
মিষ্টি লাগে হাওয়ায় মিঠা
আষাঢ় মাসের বৃষ্টি
মিষ্টি লাগে মৃদু হাসি
মিষ্টি লাগে সুর
মিষ্টি লাগে হিমেল হাওয়া
সুর্য ওঠা ভোর
মিষ্টি লাগে জোসনা রাতে
গল্প- গাঁথা শুনতে
মিষ্টি লাগে রাজ কুমারীর
মুতির মালা আনতে।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৫-১০-২০১৬ইং/ অর্থ
Tags: