সাহিত্য ও সংস্কৃতিঃ
হে মহান স্বাধীনতা !
শফিক রোমান
হে মহান স্বাধীনতা আজ তুমি কই ?
তুমিই কবে স্বাধীন হবে সে অভিলাষে রই ৷
হে মহান স্বাধীনতা কোথায় তোমার স্থান ?
আজ কেন হাজার তনু পায়না তোমার ঘ্রান ৷
কেন আজ স্বাধীন হয়েও হয়নি স্বাধীন দেশ ,
শত মুজিব শহীদ হয়েও হয়নি তবু লেশ ?
আজও তো উড়ে ঐ লাল সবুজের পতাকা ,
অনিয়মটাই নিয়ম এখন, নাই মানবতা ৷
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৫-১০-২০১৬ইং/ অর্থ
Tags: