কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভা নির্বাচনে অংশগ্রহনকারী পৌর মেয়র প্রার্থীরা জনতার মুখোমুখি হয়েছেন। বুধবার পাকুন্দিয়া ঈদগাহ মাঠে বিজয় টিভি ও পিডিপির আয়োজনে পাকুন্দিয়া পৌরসভার মেয়র প্রার্থীদের নিয়ে জনতার মুখোমুখি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাকুন্দিয়া প্রেসক্লাবের সভাপতি এম.এ রশিদ ভূঁইয়া। এতে বক্তব্য রাখেন পাকুন্দিয়া ডিগ্রী কলেজের সাবেক ভিপি মোঃ ফরিদ উদ্দিন, বিজয় টিভির জেলা প্রতিনিধি আ.ন.ম. তানভীর হায়দার, আনন্দ মটরসের এমডি আমির উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক তরিকুল হাসান শাহীন, এনামুল হক তুহিন প্রমুখ । বক্তারা মেয়র প্রার্থীদের কাছে নির্বাচনী ওয়াদা হিসাবে রাস্তা ঘাট, কবর স্থান, খেলার মাঠ উন্নয়ন, বয়স্ক ভাতা ও বিদ্যুৎ ব্যবস্থার ব্যাপারে কি কি পদক্ষেপ নিবেন এসব বিষয় নিয়ে নানা প্রশ্ন রাখেন। প্রশ্নের জবাবে উত্তর দেন আওয়ামীলীগ মনোনীত মেয়রপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মেছবা উদ্দিন (নৌকা প্রতীক), বিএনপি মনোনীত অ্যাডভোকেট জালাল উদ্দিন (ধানের শীষ) ও স্বতন্ত্রপ্রার্থী আক্তারুজ্জামান খোকন (নারিকেল গাছ )। মেয়র প্রার্থীরা বলেন, জনগনের সকল দাবী পুরন করবেন তাদের সাধ্যমত। পাশাপাশি সরকারের বা পৌরসভার আর্থিক অনুদানের ওপর নির্ভর করে থাকে উন্নয়ন কাজ। নির্বাচনে জয়ী হোন আর নাই হোন সমাজ সেবায় যেহেতু নেমেছেন তাই মৃত্যুর আগ পর্যন্ত জনসেবা করে যাবেন বলে অঙ্গীকার করেন। এছাড়াও নির্বাচনী ব্যয় যতটুকু নির্ধারণ করা হয়েছে সেটুকুই করবেন বলে প্রার্থীরা জানান। প্রার্থীরা জয়ী হতে পারলে জনগনকে সাথে নিয়ে এলাকার উন্নয়ন করবেন বলে সবাইকে আশ্বস্ত করেন। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন এনামুল হক তুহিন।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৬-১০-২০১৬ইং/ অর্থ