নিজস্ব প্রতিবেদক :
কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার ২নং সিদলা ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের মোঃ আব্দুল সোবহান নিকট হইতে মোঃ খুরশিদ মিয়া ১,৫৫,০০০ টাকা কর্জ নেন। প্রায় ৩ (তিন) বছর আগে এ পর্যন্ত গ্রাম্য শালিস হয় অনেকবার। কিন্তু অদ্য ২২/১০/২০১৬ ইং তারিখ সকাল ৯ (নয়) ঘটিকার সময় খুরশিদ উদ্দিনের বাড়ীতে গ্রাম্য শালিসে বসেন। ফজলু রহমান সাবেক মেম্বার এর সভাপতিত্বে আলোচনার এক পর্যায়ে টাকা দেওয়ার কথা স্বীকার করে বলেন আমার নামে মামলা করেও আমার নিকট হইতে টাকা নিতে পারবে না। এরপর উপস্থিত দরবারিগণ তাদের স্বাক্ষরিত একটি কাগজ করে দেন সোরাব উদ্দিনকে।
উক্ত ঘটনা সূত্রে জানা যায়- মুক্তিকণ্ঠের বিশেষ প্রতিনিধিকে এলাকাবাসী জানায় এ ব্যাপারে এই খুরশিদ উদ্দিন প্রায়ই মানুষের সঙ্গে প্রতারণায় লিপ্ত থাকেন এবং সে একজন জামাতে ইসলামের সদস্য। সে প্রায়ই এলাকার অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকে। খুরশিদ উদ্দিনের দুই ছেলে, ছেলেরা কাজ-কর্ম করে কিন্তু সে এলাকায় অসামাজিক কর্মকান্ডে লিপ্ত থাকে। প্রতিবাদ করলে এলাকাবাসীকে গাল-মন্দ করে। প্রায় ২ বছর পূর্বে প্রায় পুলিশের সাথে একটি বন্দুক যুদ্ধ হয়, সে ঘটনার মূল হোতা ছিল একমাত্র খুরশিদ। আব্দুস সোবহান উদ্দিন যাহাতে উক্ত টাকা পাইতে পারেন তার জন্য প্রশাসনের দৃষ্টি আর্কষন করছি এবং খুরশিদ উদ্দিন-এর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হোক। আরও জানা যায় যে, পাগলার বাজার এলাকায় জমি দখল করতে গিয়ে তার নামে একটি মামলা হয়। এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমার মামলা শেষ হলে আব্দুস সোবহানের টাকা দেব।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৭-১০-২০১৬ইং/ অর্থ