সাহিত্য ও সংস্কৃতিঃ
“মেগাসিটির শিশু কিশোর”
***রহমান মাসুদ***
চারদিকে শুধু ইট আর কংক্রিট
সুউচ্চ অট্টালিকার ছড়াছড়ি,
এর মাঝেই বাঁচার সব উপকরন
গড়ছি তাতে প্রাণপ্রিয় বসতবাড়ি।
প্রজন্মের সুস্হ বেড়ে উঠার স্হান
সময় মেধা-বিকাশ আহরণ জ্ঞান,
শিক্ষা শুরুর কত শিক্ষা প্রতিষ্ঠান
পদচরনে মুখরিত প্রস্ফুটিত প্রাণ।
বিদ্যায়তন গুলো আবদ্ধ ভবন
নেইতো খোলা আকাশ বা মাঠ,
ঘাস-মাটির কোনই স্পর্শ নেই
শ্রেনী-কক্ষেই বিনোদনের পাঠ।
হয়না দেখা দিগন্ত, নীল আকাশ
অমাবস্যার আঁধার, পূর্নিমার চাঁদ,
কৃত্রিম বাতাসে চলে দেহের প্রশান্তি
মেলেনা স্বর্গীয় মুক্ত বাতাসের স্বাদ।
ফাষ্টফুড ভোজনে আহারের তৃপ্তি
শিক্ষা জীবনেই দেহে অসুখের সৃষ্টি,
মাঠের স্বল্পতায় খেলায় নেই সন্তুষ্টি
জাতির ভবিষ্যতদের উদাসীন দৃষ্টি।
মেগা-সিটির চঞ্চল শিশু কিশোর
বন্দি আজ চার দেওয়ালের ফাঁদে,
অতীত স্মৃতির শৈশবের কথা ভেবে
অসহায় অভিভাবক ডুকরে কাঁদে।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৯-১০-২০১৬ইং/ অর্থ