হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
হোসেনপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বাল্যবিয়ে ও যৌন হয়রানিকে “লাল কার্ড” বিষয়ক সচেতনামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পুমদী ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আজিমুদ্দিন বিশ্বাস। হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ জহিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিনা আক্তার, ভাইস চেয়ারম্যান নূরুল আমীন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, ওসি মোঃ নান্নু মোল্লা, জেলা ফ্যাসিলেটর মনির হোসেন মজুমদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা, ইউপি চেয়ারম্যান মাহবুবুল হাসান মাহবুব প্রমূখ।
অনুষ্ঠানে স্কুলের ৮শ’ শিক্ষার্থীসহ উপস্থিত সবাই লাল কার্ড দেখিয়ে বাল্যবিয়ে ও যৌন হয়রানিকে না বলেন। পাশাপাশি ছাত্র-ছাত্রীরা বাল্যবিয়ের কুফল ও যৌন হয়রানি বন্ধে সচেতনতামূলক গান পরিবেশন করে অনুষ্ঠান মাতিয়ে তোলেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা গর্ভন্যান্স প্রজেক্ট (ইউজেডজিপি)। এ সময় স্কুলের ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৮-১০-২০১৬ইং/ অর্থ