হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
হোসেনপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পর্যায়ে টেকসই লক্ষমাত্রা অবহিতবরণ ও টেকসই উন্নয়ন লক্ষমাত্রা স্থায়ীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আজিমুদ্দিন বিশ্বাস। বৃহস্পতিবার উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন ইউএনও আবদুল্লাহ আল মামুন। এতে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ জহিরুল ইসলাম, হোসেনপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিনা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান নূরুল আমীন পারভেজ, জেলা ফ্যাসিলেটর মনির হোসেন মজুমদার, ইউপি চেয়ারম্যান শাহ্ মাহবুবুল হক, উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডাঃ মোঃ হেলাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন দফতের কর্মকর্তা, জনপ্রতিনিধি, নারী উন্নয়ন ফোরামের প্রতিনিধি, প্রিন্ট-ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৮-১০-২০১৬ইং/ অর্থ