কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদটি দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। ২০১৫ সালের ২৯ নভেম্বর উপজেলা পরিষদের চেয়ারম্যান আয়ুব আলীর মৃত্যু জনিত কারণে পদটি শূন্য হয়।
নির্বাচন কমিশনের নিয়ম মোতাবেক কোন আসন শূন্য হলে ৯০ দিনের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষনা করতে হয়। হোসেনপুর উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিস কর্তৃক চেয়ারম্যানের পদটি শূন্য দেখানো হয়। স্থায়ীভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত প্রতিনিধি না থাকায় উপজেলা পরিষদের গুরুত্বপূর্ন কাজে সমস্যার সৃষ্টি হচ্ছে।
এদিকে উপ-নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা প্রচারনা চালিয়ে গেলেও তফসিল ঘোষণা না হওয়ায় প্রার্থী ও ভোটারদের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হচ্ছে। উপজেলা চেয়ারম্যানের শূন্য পদে এখন পর্যন্ত উপ-নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়নি।