muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

জেল হত্যা দিবস উপলক্ষে চৌদ্দশত ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ 

প্রতিবিপ্লবী হত্যাকারীদের উদ্দেশ্য চূড়ান্ত পর্যায়ে পরাজিত হয়। ১৫ আগস্ট এবং নভেম্বরে যারা বাংলাদেশের হৃৎপিন্ড থেকে রক্ত ঝরিয়েছিল তারা শেষ পর্যন্ত পরাজিত হয়েছে। খুনি ফারুক-রশিদ কিংবা তাদের আশ্রয়-প্রশ্রয়দাতা বিএনপি জামাত অবশেষে পর্যুদস্ত হয়েছে। ওরা মুক্তিযুদ্ধ বিরোঘী শক্তি, ওরা চিহ্নিত। ওদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। গতকাল ১ নভেম্বর মঙ্গলবার চৌদ্দশত ইউনিয়ন পরিষদ অফিস প্রাঙ্গণে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জেলা হত্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অধ্যক্ষ শরীফ সাদী উপরোক্ত বক্তৃতা করেন। চেয়ারম্যান এবি ছিদ্দিক খোকার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা যুবলীগের সভাপতি ফারুক আহমেদ বাচ্চু উপজেলা আওয়ামলীগ নেতা সোহরাব উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শামছুদ্দিন, সৈয়দ শাহ আলম সেলু, আবু হানিফ, আঃ আওয়াল, শহীদুল্লাহ, বাবুল মাস্টার, আঃ কাইয়ুম, যুবনেতা সুজন, ছাত্রনেতা নোমান ও ছাইদ মেম্বার প্রমুখ। সভায় আগামী ৩ নভেম্বর শোক র‌্যালীতে ব্যাপকভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত হয়। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার ঘোষ।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০১-১০-২০১৬ইং/ অর্থ 

Tags: