মো.আরিফুল ইসলাম,বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা।।
সারাদেশের ন্যায় কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় আজ পহেলা নভেম্বর থেকে শুরু হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা।এবছর উপজেলার ১৮টি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মোট ৩৯৩৮ জন শিক্ষার্থী ৬টি কেন্দ্রের মাধ্যমে পরিক্ষায় অংশগ্রহন করছে।উপজেলার পৌরশহরসহ ১১ ইউনিয়নের মোট ১৮টি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহন করা পরিক্ষা কেন্দ্রগুলো হল হাফেজ আব্দুর রাজ্জাক পাইলট উচ্চ বিদ্যালয়, রাজ্জাকুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ,নাজিরুল ইসলাম কলিজেট উচ্চ বিদ্যালয়,সরারচর শিবনাথ বহুমূখি উচ্চ বিদ্যালয়,সরারচর সৌদামিনী সুরবালা বালিকা উচ্চ বিদ্যালয় ও সরারচর ইসলামিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসা।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০১-১১-২০১৬ইং/ অর্থ