শুক্রবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল বাংলাদেশে উদযাপন হবে পবিত্র ঈদুল ফিতর। পবিত্র রমজানের সিয়াম সাধনার পর অবশেষে দেখা গেছে ঈদের সেই কাঙ্ক্ষিত চাঁদ।
দেশবাসী ঈদের আনন্দে মেতেছে। আজ শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের বাইতুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক থেকে আগামীকাল ঈদুল ফিতরের সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শুরুর আগে দেশের বিভিন্ন জেলা থেকে চাঁদ দেখার খবর আসে। কমিটির বৈঠক শেষে ধর্মপ্রতিমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেন, শনিবার দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।
চাঁদ দেখা কমিটির সভায় ধর্ম সচিব চৌধুরী মো. বাবুল হাসান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) সামীম মোহাম্মদ আফজাল, প্রধান তথ্য কর্মকর্তা তছির আহম্মদ, আবহাওয়া অধিদফতরের পরিচালক মো. শাহ আলমসহ তথ্য মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, স্পারসো, ঢাকা জেলা প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
চাঁদ দেখার সরকারি ঘোষণার পাশাপাশি টিভি-বেতারে বাজতে শুরু করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সেই গান- ‘ও মন রমজানের ওই রোজার শেষে এল খুশির ঈদ।