আশরাফ আলী, স্টাফ রিপোর্টারঃ
অদ্য ০২ নভেম্বর ২০১৬ খ্রি. তারিখ বুধবার কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের হাজিরগল গ্রামে ব্র্যাকের উদ্যোগে ও পল্লীসমাজের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় “বাল্যবিবাহ নিরোধে গণসচেতনতামূলক উঠান বৈঠক” অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উঠান বৈঠকে আরো উপস্থিত ছিলেন মাইজখাপন ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান রোকন উদ্দীন ভুইয়া, সংশ্লিষ্ট ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের সদস্য মোঃ কামরুজ্জামান, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য আমেনা বেগম, রেজিয়া সামাদ উচ্চ বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ ছফির উদ্দীন, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি মোঃ তাফসিলুল আজিজ, দৈনিক আজকের জীবন পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ শফিক কবির। ব্র্যাকের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ বজলুর রসিদ, জেলা ব্র্যাক প্রতিনিধি, অতিদরিদ্র কর্মসূচির আ লিক ব্যবস্থাপক মোঃ রুহুল আমিন ও মোঃ মোস্তাফিজুর রহমান, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সিনিয়র জেলা ব্যবস্থাপক মোঃ আজাদ রহমান এবং এলাকা ব্যবস্থাপক মোঃ জহুরুল হক।
প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল উঠান বৈঠকে বাল্যবিবাহের কুফল নিয়ে আলোচনা করেন এবং ইউনিয়ন পরিষদ হতে কেউ যাতে বয়স বাড়িয়ে জন্ম নিবন্ধন না নিতে পারে সে ব্যাপারে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে পরামর্শ দেন।
এছাড়া উপস্থিত অভিভাবকদের বাল্যবিয়ে না দেয়ার জন্য অঙ্গীকার করান এবং এ ব্যাপারে জেলা প্রশাসনের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। পরিশেষে “বাল্য বিবাহকে না বলুন” সম্বলিত পোষ্টারে উপস্থিত সকলে স্বাক্ষর করেন।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০২-১১-২০১৬ইং/ অর্থ