মুক্তিযোদ্ধার কণ্ঠঃ গতানুগতিক নন। রাজনীতিকগণ যেমন হন,তিনি তেমন নন। পড়াশুনা অনেকেই করেছেন। অনেক জ্ঞানী- গুনী রাজনীতিবিদ আগেও ছিলেন,এখনো আছেন,ভবিষ্যতেও হবেন। কিন্তু সৈয়দ আশরাফ অনন্য। অনন্য তার চারিত্রিক বৈশিষ্ট্যে। অন্যরা হয়তো অনেকিছু জানেন,
কিন্তু তারা তা যত্রতত্র প্রকাশ ও প্রচার করেন। সৈয়দ আশরাফ বিনা কারনে নিজেকে প্রকাশ করেন না। তিনি বর্তমান সময়ে রাষ্ট্র ও সরকারের চাবি কাঠি। শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত বর্তমান সরকারের নিরাপত্তা দেয়াল( বাউন্ডারি ওয়াল)- এর প্রধান ফটক(মেইন গেইট) হলেন সৈয়দ আশরাফ। এটি শেখ হাসিনা জানেন। জানেন বলেই তিনি সৈয়দ আশরাফকে ছাড়তে পারবেন না। শেখ হাসিনা জানেন তার বাউন্ডারি ওয়ালের প্রধান ফটক যদি সরে যায়,যদি নিরাপত্তা বেষ্টনী না থাকে তাহলে সরকারটি নিরাপত্তাহীন হয়ে যায়। এ কারনে সৈয়দ আশরাফ নামের অনন্য রাজনীতিবিদকে শেখ হাসিনা তার কাছেই রেখেছেন,রেখেছেন সংস্থাপন মন্ত্রণালয় দিয়ে। আবার অনেক বোকারাম(লেদাবুইস্যা) নেতা বলেন, এটা এমন কোন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় না,এটা সরকারের কেরাণী বদলী করার মন্ত্রণালয়। সেই নেতাকে বলি,দুটি স্পর্শকাতর মন্ত্রণালয় প্রধানমন্ত্রী নিজের হাতে রাখেন। ১. সংস্থাপন ২. প্রতিরক্ষা। প্রধানমন্ত্রীর নিজের কাছে রেখে দেওয়া দুটির একটি তিনি ছেড়ে দিয়েছেন সৈয়দ আশরাফকে।বুঝুন,কত গভীর আস্থাবান ও বিশ্বস্ত হলে এ দুটির একটি সৈয়দ আশরাফকে দিতে পারেন। শেখ হাসিনাই পারবেন দেশটিকে সেই স্বপ্নের কাছে পৌঁছাতে।সাবাস নেত্রী সাবাস। আপনি পিতার সেই তরীটির হাল ধরেছেন,আপনার স্নেহধন্য অনুজপ্রতীম তীক্ষ্ণ মেধাবী রজনীতিবিদ সৈয়দ আশরাফকে সাথে নিয়ে মুক্তিযুদ্ধের তরীটিকে তীরে পৌঁছে দিতে পারবেন।
১৭/০৭/২০১৫/ নিঝুম