muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

ইউপি নির্বাচন : কুলিয়ারচরে স্থগিত ২ ইউনিয়নের ২ ভোট কেন্দ্রে পুণঃ ভোট গ্রহন, ২ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বিজয়ী

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা:

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ২ নং রামদী ও ৫ নং ছয়সূতী ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থগিত দুই ভোট কেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে পুণঃ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ অক্টোবর সোমবার সকাল ৮ থেকে বিকাল ৪ পর্যন্ত একটানা ভোটারগণ স্বতঃস্ফুর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ২নং রামদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ভোটের সংখ্যা ১৯ হাজার ৪ শত ২৭ ভোট। গত ৭ই মে এ ইউনিয়নে ১০টি ভোট কেন্দ্রের মধ্যে ৯টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদন্দ্বীতা করেন ৬ জন। গত সোমবার স্থগিতকৃত রামদী ইউনিয়নের ১৭ নং খালকাড়া কোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্টিত হয়।ভোট গ্রহনের ফলাফল শেষে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী রামদী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলাল উদ্দিন নৌকা প্রতীকে মোট ৪ হাজার ৮ শত ৯২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন । তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র চেয়াম্যান প্রার্থী আল-মাসুদ মাসুদ মিয়া মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৬ শত ৮ ভোট । এ ইউনিয়নে সংরক্ষিত ২ নং ওয়ার্ডে মহিলা সদস্য হিসেবে প্রতিদন্দ্বীতা করেন ৪ জন। সংরক্ষিত এ ওয়ার্ডে ৬ হাজার ২ শত ৯৫ ভোটের মধ্যে নূর জাহান বেগম তালগাছ প্রতীকে মোট ২ হাজার ৪ শত ৩ পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোছাঃ নবীজান মাইক প্রতীকে পেয়েছেন ২ হাজার ২০ ভোট। স্থগিতকৃত ৬ নং ওয়ার্ডে সদস্য হিসেবে প্রতিদন্দ্বীতা করেন ৬ জন। এ ওয়ার্ডে ২ হাজার ৩ শত ৫১ ভোটের মধ্যে মোঃ রমজান আলী ঘুড়ি প্রতীকে ৯ শত ১৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নূর মোহাম্মদ টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৪ শত ৬৭ ভোট। অপর দিকে ওই দিনু ছয়সূতী ইউনিয়নের ১১টি ভোট কেন্দ্রের মধ্যে স্থগিতকৃত ছয়সূতী ইউনিয়নের ৩৮ নং কলাকূপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহন অনুষ্টিত হয়। এ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদন্দ্বীতা করেন ৬ জন। ভোট গ্রহনের ফলাফল শেষে এ ইউনিয়নে মোট ২২ হাজার ৯ শত ৮৯ ভোটের মধ্যে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী কুলিয়ারচর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর মোঃ মিছবাহুল ইসলাম নৌকা প্রতীকে মোট ৭ হাজার ১৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন । তার প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত চেয়াম্যান প্রার্থী মোঃ আক্তারুজ্জামান ভূইয়া ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬ হাজার ১ শত ৭৮ ভোট । এ ইউনিয়নে সংরক্ষিত ৩ নং ওয়ার্ডে মহিলা সদস্য হিসেবে প্রতিদন্দ্বীতা করেন ৪ জন। সংরক্ষিত এ ওয়ার্ডে ৮ হাজার ৫ শত ৯৮ ভোটের মধ্যে দিলরুবা আক্তার মাইক প্রতীকে মোট ২ হাজার ৫ শত ২০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোর্শেদা বেগম কলম প্রতীকে পেয়েছেন ২ হাজার ১শত ৬ ভোট। স্থগিতকৃত ৮ নং ওয়ার্ডে সদস্য হিসেবে প্রতিদন্দ্বীতা করেন ৩ জন। এ ওয়ার্ডে ২ হাজার ৫ শত ৩৪ ভোটের মধ্যে মোঃ নূরুল হক তালা প্রতীকে ৮ শত ৫৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ জুয়েল মিয়া মোরগ প্রতীকে পেয়েছেন ৭ শত ৮৪ ভোট। উল্লেখ্য ুগত ৭মে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ৬টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন চলাকালে উপজেলার রামদী ইউনিয়নের ১৭নং খালখাড়া কোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ছয়সূতী ইউনিয়নের ৩৮ নং কলাকূপা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে ব্যালট পেপার ছিন্তাইয়ের অভিযোগে কেন্দ্র দুটি স্থগিত করা হয়।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০২-১১-২০১৬ইং/ অর্থ 

Tags: