মন্তোষ চক্রবতী, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
মদ খেয়ে মাতলামী করার অপরাধে অষ্টগ্রামের ভ্রামমান্য আদালত ব্রজেন্দ্র বৈষ্ণব (৪৭) কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে অষ্টগ্রাম উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আবু তাহের সাঈদ এর আদালত এই কাদন্ড প্রদান করেন। এলাকাবাসী ও পুলিশ সূত্রেও জানাগেছে আদমপুর ইউনিয়নের ইছাপুর গ্রামে বনবাশী বৈষ্ণবের পুত্র ব্রজেন্দ্র বৈষ্ণব মদ খেয়ে মাতলামী করার সময় এলাকাবাসী তাকে ধরে অষ্টগ্রাম থানায় সোপদ করে। পরে থানা পুলিশ এ আদালতে হাজির করলে আদালত এই আদেশ প্রদান করে। অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ কামরুর ইসলাম মোল্যা ঘটনার সত্যতা স্বীকার করেন।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৪-১১-২০১৬ইং/ অর্থ