মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট :
ইতালিতে জেলহত্যা দিবস পালন করা হয়েছে। ইতালি আওয়ামী লীগ ৩ নভেম্বর জেলহত্যা দিবসে ইতালির রাজধানী রোমের তরপিনাত্তারায় এক আলোচনা সভার আয়োজন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ সংসদ সদস্য আ.স.ম ফিরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোম বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার, মুক্তিযোদ্ধা গাজী মাসীহুর রহমান, মুক্তিযোদ্ধা ও প্রবীন কমিউনিটি ব্যক্তি লুৎফর রহমান।
ইতালি আওয়ামী লীগের সদস্য আব্দুর রশিদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিয়ার রসুল কিটনের পরিচালনায় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চিপ হুইপ বলেন, ৩ নভেম্বর আমরা হারিয়েছি জাতির শ্রেষ্ঠ সন্তানদের। হারিয়েছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আস্থাভাজন চার নেতাকে। যারা বঙ্গবন্ধুর অবর্তমানে বাংলাদেশকে সঠিক দিক নির্দেশনা দিয়ে ৭১ এর মহান মুক্তি সংগ্রামে বাংলাদেশেকে স্বাধীনতার পতাকা দিয়েছেন।
চিফ হুইপ আ.স.ম. ফিরোজ প্রধানমন্ত্রী জনেনেত্রী শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্বের প্রসংশা করে বলেন, শেখ হাসিনার কারণেই বাংলাদেশ আজ উন্নত বিশ্বের কাতারে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইতালি আ. লীগের যুগ্ম সাধারন সম্পাদক শোয়েব দেওয়ান, আবু তাহের, সাংগঠনিক সম্পাদক কাজী মনসুর আহমেদ শিপু, দফতর সম্পাদক হাবিব মকদম, আইন বিষয়ক সম্পাদক ফারুক খালাশি, উপ-প্রচার সম্পাদক এলিন আহমেদ মিঠু, সাংস্কৃতিক সম্পাদক ওয়াহেদ কাঞ্চন আব্দুল্লাহ, স্বেচ্ছাসেবক লীগ ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন ও সাধারন সম্পাদক মাসুদ রানা প্রমুখ।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৪-১১-২০১৬ইং/নোমান