সাহিত্য ও সংস্কৃতিঃ
“চাইনা সাম্প্রদায়িকতা”
***রহমান মাসুদ***
দেশের সংখ্যালঘু সম্প্রদায়
আক্রান্ত সন্ত্রাসির বর্বরতায়,
কাঁদে বসত পোড়ার যন্ত্রনায়
একি ঘটছে আজ হায়! হায়!
মন্দিরে দেবীর মূর্তি ভাংচুর
সাম্প্রদায়িকতায় হয়ে নিষ্ঠুর,
সৌহার্দ্য পরিবেশ হচ্ছে দূর
নয়তো নুতন চক্রান্তের সুর!
সন্ত্রাসির থাকে না কোন দল
সুযোগে হানে হিংস্র ছোবল,
ভাঙ্গতে চায় জাতির মনোবল
দেশের উন্নয়ন করতে বিফল।
সকল সন্ত্রাস-ধর্ষণ-অবিচার
প্রয়োজন কঠিন হস্তে রুখার,
জনগন তোমরাই মূল হাতিয়ার
কাম্য সর্বস্তরের সহযোগিতার।
প্রতিরোধ সব ধরনের উসকানি
নারী নির্যাতন সন্ত্রাস হানাহানি,
আগেই গোচরিভুত হলে কাহিনী
সদা নিবেদিত নিরাপত্তা বাহিনী।
লক্ষ শহীদের রক্তের স্বাধীনতা
লাল সবুজের অসাম্প্রদায়িকতা,
চিরদিন বজায় রবে সে অটুটতা
সংখ্যালঘুদের জীবনের নিশ্চয়তা।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৫-১১-২০১৬ইং/ অর্থ