muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

৬০ বছরে পা রাখলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ আবদুল হক

মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ 

৬০ বছরে পা রাখলেন কিশোরগঞ্জের বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ আবদুল হক। বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে  সকল শুভাকাঙ্খিরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। আজকেরই এই দিনে তার প্রতিষ্ঠিত বিদ্যাপিঠ বীর মুক্তিযুদ্ধা আবদুল হক কলেজে তার জন্মদিন উৎসব পালিত হয়। কেক কেটে বেলুন উড়িয়ে সূচনা করা হয় অনুষ্ঠানের । অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, জেলা জজ মাহবুবুল আলম, মিঠামইন উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট আবদুস শাহিদ, প্রৌকশলী মনিরুল ইসলাম, রাষ্ট্রপতির একন্ত সহকারী আবদুল হা্ই,  এ্যাড শরীফ কামাল কিশোরগঞ্জ জেলা শিক্ষা তহবিলের  সাধারণ সম্পাদক মনোয়ার হোসাইন রনী, মিঠামইন উপজেলা সাধারণ সম্পাদক সমীর কুমার সহ স্কুলের ছাত্র ছাত্রী শিক্ষক প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবদুল হক নূরু সাংবাদিকদের বলেন, সবকিছু হউক নতুন করে,সুখ স্মৃতিটুক থাক কাছে দু:খগুলো যাক দুরে যাক। শান্তিতে থাকুক  ভাটি অঞ্চলের মানুষ। তিনি আরো বলেন মৃত্যুর আগে পযন্ত যেন ছাত্র ছাত্রী ও মানুষের সেবা করতেপারি।

এছাড়া মিঠামইনের সকল মসজিদ মাদ্রাসায় দোয় ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৫-১১-২০১৬ইং/ অর্থ 

Tags: