মুক্তিযোদ্ধার কন্ঠ রিপোর্টঃ
মোবাইল ফোন অপারেটর সিটিসেলের তরঙ্গ খুলে দেওয়া হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় সিটিসেলের তরঙ্গ খুলে দেওয়া হয় বলে জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) সচিব সরোয়ার আলম।
এর আগে রোববার সন্ধ্যায় বিটিআরসির পরিচালক ইয়াকুব আলী ভূইয়ার নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল সিটিসেল কার্যালয়ে যায়। গত বৃহস্পতিবার উচ্চ আদালতের রায়ের পর বিটিআরসি আজ বিকেলে এক বিশেষ সভায় তরঙ্গ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়।
উল্লেখ্য, পাওনা টাকা পরিশোধ না করায় গত ২০ অক্টোবর সিটিসেলের তরঙ্গ ও কার্যক্রম বন্ধ করে দেয় বিটিআরসি। আগামী ১৯ নভেম্বরের মধ্যে ১০০ কোটি টাকা পরিশোধের শর্তসাপেক্ষে গত ৩ নভেম্বর সিটিসেলের তরঙ্গ বরাদ্দ অবিলম্বে খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।