muktijoddhar kantho logo l o a d i n g

সাহিত্য ও সংস্কৃতি

“নারীর আর্তনাদ” : রহমান মাসুদ

সাহিত্য ও সংস্কৃতিঃ 

“নারীর আর্তনাদ”
***রহমান মাসুদ***

প্র‌তি‌দি‌নের খবর “ধর্ষণ”
বিপরীত লি‌ঙ্গের নির্যাতন,
দৈ‌হিক চা‌হিদায় অপহরন
পশু‌দের হা‌তে মৃত্যুবরন।

শিশু “পুজা”রাও লাঞ্ছিত
পুরুষত্ব জ‌া‌হির অব্যাহত,
কখন অত্যাচার দলগত
সে ‌ঘটনা ঘট‌ছে কতশত।

গোপন ক্যা‌মেরার ব্যবহার
লু‌ন্ঠিত ইজ্জত অবলার,
সর্বদা নির‌বে কাঁ‌দে বিচার
এটাই কি সমান অধিকার?

আজ সভ্য যু‌গেই বসবাস
তবুও নারী‌দের দীর্ঘশ্বাস,
পুরুষের নেই কোন বিশ্বাস
শুধু চ‌রিত্রহন‌নের অভ্যাস।

পুরু‌ষের হা‌তেই মানদন্ড
ধর্ষণ জাত ভাই‌য়েরই কান্ড,
নানা বাহানায় বিচার পন্ড
আশ্বাসে সাধু ,কর্ত‌ব্যে ভন্ড।

জন্মগ্রহন ত‌বে কি পাপ!
না‌রীত্ব অর্জন মহা অভিশাপ?
সহ্য পুরু‌ষের অন্যায় প্রতাপ
এভা‌বেই কি শেষ জীব‌নের ধাপ?

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৬-১১-২০১৬ইং/ অর্থ 

Tags: