শফিক কবির, স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জ শহরের পৌরসভার পিছনে নরসুন্দা লেকসিটির কাজে বাধা দিয়েছে এলাকার সন্ত্রাসীরা। নদীর উপর ৯৯ মিটার ব্রীজ,ওয়াচ টাওয়ার ও ফুটপাত নির্মাণ কাজ ১বছর যাবত করে আসছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ওসমান গনি ফার্ম। কিছু দিন ধরে এলাকার কিছু বখাটে প্রকৃতির সন্ত্রসীরা চাঁদা দাবি করে আসছিল । চাঁদা না দেওয়ার ফলে ম্যানেজারসহ লেবারদের মারপিট করে কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। বিভিন্ন ভাবে অত্যাচার শুরু করছে। রড,সিমেন্টসহ মালামাল নষ্ট করছে এবং নদীতে ফেলে দিচ্ছে। টাকা না দিয়ে কাজ করলে মেরে ফেলবে বলে হুমকিও দিচ্ছে। এব্যাপারে ম্যানেজার সুজন মিয়া বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় গত ৯-১১-১৬ইং তারিখ ৫৫৭নং ডায়রী করে এবং পুলিশ প্রশাসন,পৌর মেয়র ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপ কামনা করছে।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১১-১১-২০১৬ইং/ অর্থ