muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এসএমসি) সদস্যদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

শফিক কবির, স্টাফ রিপোর্টারঃ 

আজ ১৩ নভেম্বর ২০১৬ তারিখ রবিবার কিশোরগঞ্জ সদর উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এসএমসি) সদস্যদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার অডিটোরিয়ামে ০১ (এক) দিন ব্যাপি এ প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো: আক্তার জামীল।

adc-2

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার লুুনা, উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুজ্জামান তালুকদার প্রমুখ। সভাপতিত্ব করেন সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভূইয়া।

adc-5

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো: আক্তার জামীল বলেন, শিক্ষিত জাতি গঠনে শিক্ষক ও পরিবারের পাশাপাশি ম্যানেজিং কমিটির সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি স্কুলে মিড-ডে মিল চালু করণ, বাল্যবিবাহ রোধ, ইভটিজিং ও জঙ্গীবাদ প্রতিরোধে ম্যানেজিং কমিটির সদস্যদের কাজ করার আহবান জানান।

adc-4

প্রশিক্ষণে কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়, লতিবপুর উচ্চ বিদ্যালয়, আলহাজ আমির উদ্দিন উচ্চ বিদ্যালয়, জিনারাই উচ্চ বিদ্যালয়, নান্দলা অচমউদ্দিন উচ্চ বিদ্যালয়, আলহাজ তাজমল খান উচ্চ বিদ্যালয়, কামালিয়ার চর উচ্চ বিদ্যালয়, মহিনন্দ উচ্চ বিদ্যালয়, পাটধা উচ্চ বিদ্যালয়, শিমুলিয়া উচ্চ বিদ্যালয়, পৌর কলেজিয়েট স্কুল, কিশোরগঞ্জ জেলা আইডিয়াল স্কুল, তাহের উদ্দিন আনোয়ারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, টিচার্স ট্রেনিং কলেজ ল্যাবরেটরি স্কুল, আ: মজিদ খান ড্যাফোডিল উচ্চ বিদ্যালয়, চৌদ্দশত উচ্চ বিদ্যালয়, টুটিয়ার চর বাটাইল উচ্চ বিদ্যালয়সহ মোট ১৯ টি স্কুলের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্যগণ অংশগ্রহণ করেন।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৩-১১-২০১৬ইং/ অর্থ 

Tags: