muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

কিশোরগঞ্জ জেলায় বিশ্ব ডায়াবেটিস দিবস ২০১৬ পালিত

আশরাফ আলী, স্টাফ রিপোর্টারঃ

কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতির ব্যবস্থাপনায় এবং জেলা প্রশাসনের সহযোগিতায় যথাযোগ্য মর্যাদায় আজ ১৪ই নভেম্বর কিশোরগঞ্জ জেলায় বিশ্ব ডায়াবেটিস দিবস-২০১৬ পালন করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো-‘ডায়াবেটিসের ওপর দৃষ্টি দিন। অন্ধত্ব এড়াতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন।’ বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি কিশোরগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে ডায়াবেটিক সমিতির হলরুমে সচেতনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

adc-2

কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক তরফদার মো: আক্তার জামীল। এছাড়া আলোচনা সভায় বক্তব্য রাখেন ডায়াবেটিক হাসপাতালের পরিচালক ডা: সুশীল কুমার শীল। আলোচনা সভায় বক্তারা ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ে বক্তব্য রাখেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা প্রায় ৯০ লাখ। প্রতিদিন যেভাবে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে সকলকে এখন হতেই সচেতন হতে হবে। ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা এভাবে বাড়তে থাকলে দেশের অর্থনৈতিক ভারসাম্য চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। ডায়াবেটিস প্রতিরোধের মাধ্যমে শুধু স্বাস্থ্য খাতে ব্যয় ১১% কমানো সম্ভব। তিনি নিয়ন্ত্রিত জীবন-যাপন এবং খাদ্যভ্যাসের পরিবর্তনের মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধের আহবান জানান। খাদ্য তালিকা হতে এনার্জিবহুল ও চর্বিযুক্ত খাবার বর্জনের কথা বলেন। কারণ এনার্জিবহুল ও চর্বিযুক্ত খাবার গ্রহণের ফলে ডায়াবেটিস ছাড়াও অন্ধত্ব, দৃষ্টি বিচ্যুতি, কিডনি বৈকল্য, হৃদরোগসহ নানা ধরণের রোগের সম্ভাবনা থাকে।

adc-3

তিনি বলেন, কেবল যারা ডায়াবেটিস রোগী বা যারা একটুু বয়সে প্রবীণ তাদেরকে কেবল সচেতন হলে চলবে না স্কুল-কলেজের শিক্ষার্থীদেরকেও সচেতন করতে হবে যাতে তারা ছোটবেলা হতেই স্বাস্থ্য সচেতন হয়। এছাড়া, ডায়াবেটিস সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির লক্ষে গণমাধ্যমসহ স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে কাজ করার জন্য তিনি আহ্বান জানান।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৪-১১-২০১৬ইং/ অর্থ 

Tags: