muktijoddhar kantho logo l o a d i n g

আইন আদালত

সিলেটে হত্যার দায়ে একজনের ফাঁসি, সাতজনের যাবজ্জীবন

আইন  আদালত,
প্রায় এক যুগ আগে জাহাঙ্গির আলম (১৮) নামে এক তরুণকে হত্যার দায়ে একজনের ফাঁসি ও সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
সোমবার সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা এই আদেশ দেন।
ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত আসামি হলেন- নগরীর কলবাখানি এলাকার বাসিন্দা শরিফ উদ্দিন (৩৫)।  যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সাত আসামি হলেন- ইকবাল মিয়া, গুলজার, কালাম মিয়া, রাজ্জাক, নয়ন ওরফে রিপন, জলিল মিয়া ও হাসান মিয়া।
২০০৪ সালের ১ অক্টোবর গোয়াইপাড়ার বাসিন্দা ফরিদ মিয়ার ছেলে জাহাঙ্গীর আলমকে বাড়ি থেকে ডেকে নিয়ে পাশের দলদলি চা বাগানে নিয়ে গলা কেটে হত্যা করে আসামিরা।
এ ঘটনার নিহতের পিতা বাদী হয়ে থানায় আটজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০০৫ সালের ৩১ জানুয়ারি ওই আটজনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আবু আবদুল্লাহ।
মুক্তিযোদ্ধার কণ্ঠ /১৪ -১১-২০১৬ ইং / মো: হাছিব

Tags: