বিনোদন ডেস্ক,
অভিনেত্রী রাসিকা ডুগাল এক নারীবাদী, উচ্চাকাঙ্ক্ষী এবং দারুণভাবে সামাজিক নারী। মনে করেন, নারীদের সম্পর্কে বিশেষ ধারণা থাকা প্রয়োজন পুরুষদের। এগুলো জেনে নিন রাসিকার কাছ থেকে।
১. আমাদের সেন্স অব হিউমার আছে।
২. অনেক সময় পুরুষরা কোনো কাজ না করার জন্য অজুহাত হিসাবে নারীদের টানেন। যেমন- কোনো প্রেমিক একটি কাজ না করতে পারার কারণ হিসাবে তার প্রেমিকার নিষেধের কথা তুলে ধরেন।
৩. নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার অর্থ এই নয় যে আমরা পুরুষদের ঘৃণা করি।
৪. আমরা সেক্সি হতে পারি। কিন্তু আমাদের কাছে সেক্স চাওয়া উচিত নয়।
৫. আমরা সুন্দর ও পবিত্র হতে পারি। আমাদের মনে একমাত্র বিষয় হিসাবে বিয়ে থাকে না।
৬. আমাদের দৃষ্টিভঙ্গী সব সময় আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। কাজেই এ নিয়ে সব সময় বিরূপ মন্তব্য করার প্রয়োজন নেই।
৭. পছন্দ করার ক্ষেত্রে আমরা খুবই ভালো। সমাজ সুযোগ দিলে আমরা দেখিয়ে দিতে পারি।
৮. নিজেদের নারীবাদী বলতে আমাদের কোনো ভয় নেই। এর অর্থ নয় যে আমরা নিজেদের আলাদা করে নিয়েছি।
৯. কাজ করা নারীদের কেবল শখের কাজ নয়। অনেকের জন্য জীবিকা। যদি তা না হয়, তো আমরা বিষয়টি খুব উপভোগ করি।
১০. সব পুরুষ আমাদের নিয়ে একটই ভাবনা ভাবেন তা আমরা বিশ্বাস করি না। সব নারীও পুরুষদের সম্পর্কে একই ভাবনা ভাবেন না। আসলে অনেক সময় পিতৃতান্ত্রিক সমাজে আমাদের ব্যক্তিগত বলতে কিছু নেই। সূত্র : ম্যানস ওয়ার্ল্ড ইন্ডিয়া