muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

এয়ারটেল কর্মীদের বরণ করে নিল রবি

মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট,
এয়ারটেল থেকে একীভূত কোম্পানি রবি’তে যোগ দেয়া কর্মীদের উষ্ণ অভ্যর্থনায় স্বাগত জানাল আজিয়াটা ও রবি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ উপলক্ষ্যে মঙ্গলবার রাজধানীতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারী সকল কর্মীরা রবি’র পাঞ্জাবি পরে থাকায় উৎসবমুখর আয়োজনটিতে যোগ হয় ভিন্ন মাত্রা।
নতুন কর্মীদের স্বাগত জানানোর জন্য অনুষ্ঠানে রবি’র সকল ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সঞ্চালক হিসেবে অনুষ্ঠানটি পরিচালনা করেন রবি’র চিফ কর্পোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ।
উল্লেখ্য, চলতি বছরের ১৬ নভেম্বর থেকে একীভূত কোম্পানি হিসেবে যাত্রা শুরু করে রবি। বাংলাদেশে একীভূত হয়ে ব্যবসা পরিচালনার সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে ২০১৫ সালের ৯ সেপ্টেম্বর উভয় পক্ষের আলোচনা শুরুর ঘোষণার মধ্য দিয়ে একীভূতকরণের প্রক্রিয়াটি শুরু হয়েছিল।
একীভূতকরণ প্রক্রিয়া শেষে রবি’র ৬৮ দশমিক ৭ শতাংশ মালিকানায় রয়েছে আজিয়াটা যেখানে ভারতী এয়ারটেলের শেয়ার ২৫ শতাংশ। বাকি ৬ দশমিক ৩ শতাংশের মালিকানায় রয়েছে জাপানের এনটিটি ডোকোমো।

  মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/  ২৩-১১-২০১৬ ইং / মো: হাছিব

Tags: