তথ্য প্রযুক্তি ডেস্ক,
বাজারে নতুন গ্রে রঙের ফ্ল্যাগশীপ মডেল পি৯ এনেছে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ও স্মার্টফোন ব্র্যান্ড হুয়াওয়ে।
উন্মোচনের পর থেকে দেশের বাজারে ব্যাপক সাড়া পেয়েছে অত্যাধুনিক লাইকার ডুয়েল লেন্স ক্যামেরার হ্যান্ডসেট পি৯-এর। বাংলাদেশসহ বিশ্বব্যাপী ক্রেতাদের উল্লেখযোগ্য সাড়া পাওয়ায় হুয়াওয়ে সম্প্রতি নতুন গ্রে রং-এ পি৯ উন্মুক্ত করেছে। উল্লেখ্য, সারা বিশ্বে এখন পর্যন্ত নয় মিলিয়ন পি৯ ও পি৯ প্লাস বিক্রি করেছে হুয়াওয়ে।
পি৯ ক্রয়ের ক্ষেত্রে একটি উন্নতমানের ট্রাইপড বিনামূল্যে উপহার হিসেবে দিচ্ছে হুয়াওয়ে। এছাড়া দেশব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন চালাচ্ছে হুয়াওয়ে যার মাধ্যমে ক্রেতারা বিনামূল্যে পি৯ জেতার পাশাপাশি সুপারস্টার নুসরাত ফারিয়ার সঙ্গে দেখা করার সুযোগ।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ২৩-১১-২০১৬ ইং / মো: হাছিব
Tags: