muktijoddhar kantho logo l o a d i n g

আইন আদালত

দুদক কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিন: আপিল বিভাগ

আইন আদালত,.

 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানী কর্মকর্তা মো. আনোয়ারুল হকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে দুদক চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও দুদক আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খানের উপস্থিতিতে বৃহস্পতিবার আপিল বিভাগ মৌখিকভাবে এ নির্দেশ দেন।

আদালতে আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন ও এম আবুল কাশেম সেলিম।

বারবার সম্পদের তথ্য চেয়ে তৈরি পোশাক শিল্প ব্যবসায়ী বনানীর আশরাফুল হককে দুদকের এই অনুসন্ধানকারী কর্মকর্তা নোটিশ দেওয়ায় এ আদেশ দেন বলে জানান ওই ব্যবসায়ীর আইনজীবী এম আবুল কাশেম সেলিম।

আশরাফুল হকের সম্পদের তথ্য বিবরণী চেয়ে ২০১০ সালের ১৯ অক্টোবর প্রথম দফায় নোটিশ দেন দুদকের ওই কর্মকর্তা। এ নোটিশ পাওয়ার পর সম্পদের তথ্য দাখিল করেন আশরাফুল হক। এরপর তাকে ২০১১ সালের ৪ এপ্রিল দ্বিতীয় দফায় নোটিশ দেন একই কর্মকর্তা। দ্বিতীয়বারও সম্পদের তথ্য বিবরণী দাখিল করেন ওই ব্যবসায়ী।

কিন্তু ২০১১ সালের ৭ আগস্ট তৃতীয় দফায় তাকে নোটিশ দেওয়া হয়। পরে তৃতীয় নোটিশটির বৈধতা চ্যালেঞ্জ করে ২০১২ সালে রিট আবেদন করেন আশরাফুল হক। ২০১৩ সালের ১৩ জুন এ রিট আবেদন খারিজ করে দেন হাইকোর্ট।

হাইকোর্টের খারিজ আদেশের বিরুদ্ধে ২০১৪ সালে লিভ টু আপিল করেন ওই ব্যবসায়ী। সেই লিভ টু আপিল আবেদনের ওপর শুনানি শেষে বৃহস্পতিবার এই আদেশ দেন আপিল বিভাগ।

 

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/  ২৪- ১১-২০১৬ ইং / মো: হাছিব

 

Tags: