muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

এখনও কুমিল্লার চান্স রয়েছে পরের রাউন্ডে খেলার

ক্রীড়া ডেস্ক,

 

খেলেছে সাতটি ম্যাচ। তাতে জয় মাত্র একটি। পরের রাউন্ডে উঠতে হলে শেষ পাঁচটি ম্যাচে জয় পেতেই হবে দলটিকে। পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর ফলের দিকে। দলের এমন কোণঠাসা অবস্থায় কী পেতে পারে কুমিল্লা ভিক্টোরিয়ান্স? শেষ ম্যাচগুলোতে তরুণ খেলোয়াড়রা নিজেদের প্রমাণ করার সুযোগ পাবে, নিজেদের পারফরম্যান্স দেখানোর সুযোগ পাবে। এটাকেই বড় করে দেখছেন তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত।

বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করতে আসে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অনুশীলন শেষে শান্ত বলেন, ‘এখনো পাওয়ার অনেক কিছুই আছে। আমরা যারা তরুণ খেলোয়াড় আছি, তাদের পারফর্ম করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আগের ম্যাচগুলোতেও আমরা কিছু খেলোয়াড় পারফর্ম করেছি। যারা করতে পারিনি, তাদের পরের পাঁচটি ম্যাচে পারফর্ম করার সুযোগ আছে।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা। তবে এবারের আসরে প্রথম পর্ব থেকেই বিদায় তাদের প্রায় নিশ্চিত। তাই শান্ত নিজের ব্যক্তিগত পারফরম্যান্সের দিকে নজর দিচ্ছেন। তবে যদিও এখনো ভালো কিছুর আশা ছাড়ছেন না এ নবীন। মাঠে আগের চেয়ে দ্বিগুণ দেওয়ার চেষ্টা করবেন বলে জানান তিনি।

‘পাঁচটি ম্যাচ যেহেতু আছে সেহেতু লক্ষ্য থাকবে অনেক বড় কিছু। প্রতিটি ম্যাচেই আমার অবদানটা বেশি রাখতে চেষ্টা করবো, যতকুটু দিই তার চেয়ে ২০-৫০ ভাগ বেশি দেয়ার চেষ্টা করবো। তবে আমি পাঁচটি ম্যাচ নিয়ে নয়, ম্যাচ বাই ম্যাচ ভাবছি।’

উল্লেখ্য, আগামী শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে মাঠে নামবে কুমিল্লা। এর আগে প্রথম পর্বের ম্যাচে ৩৩ রানের বড় ব্যবধানে হেরেছিল দলটি।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/  ২৪- ১১-২০১৬ ইং / মো: হাছিব

 

Tags: