বিনোদন ডেস্ক,
নোট মন্দার বাজারেও ভালই শুরু করল ডিয়ার জিন্দেগি। প্রথম দিনেই ৮.৭৫ কোটি টাকার বাণিজ্য করল গৌরি শিন্ডে পরিচালিত শাহরুখ–আলিয়া অভিনীত এই ছবিটি।
ভারতের মোট ১২০০টি স্ক্রিনে এক সঙ্গে মুক্তি পেয়েছিল ডিয়ার জিন্দেগি। কিন্তু কয়েকদিন আগেই নোট বাতিল হয়েছে দেশজুড়ে। ব্যাঙ্ক থেকে এখনও টাকা পাওয়া যাচ্ছে না ততটা। তাই আশঙ্কা ছিল, ছবি ভাল হলেও শেষ পর্যন্ত বাজার থেকে তেমন টাকা তুলতে পারবে না ছবিটি।
কিন্তু প্রথম দিনের আয় দেখে মনে করে হচ্ছে, কয়েক দিনের মধ্যেই ভাল ব্যবসা করে ফেলবে ডিয়ার জিন্দেগি। এছাড়াও বিদেশে প্রায় ৮০০টি স্ক্রিনে মুক্তি পেয়েছে ছবিটি।
হিসাবে দেখা গেছে, সারা দেশের যে সমস্ত হলে ছবিটি মুক্তি পেয়েছে প্রায় তার সবকটিতেই এক্কেবারে সকালের শো–তে প্রায় ৪৫ শতাংশ আসনই ভর্তি ছিল। আজ শনিবার, কাল রবিবার, এই দু’দিনেই সিনেমা হলে সবচেয়ে বেশি ভিড় হওয়ার কথা। ওই দুদিনের দিকেই এখন তাকিয়ে ডিয়ার জিন্দেগি নির্মাতারা।
সূত্র: আজাকাল
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ২৬- ১১–২০১৬ ইং / মো: হাছিব