muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

বিপিএলে ছক্কার ঝড় তুলতে চান গেইল

ক্রীড়া ডেস্ক,

 

সর্বশেষ ৩ ম্যাচ জিতে তামিম ইকবালের চিটাগং ভাইকিংস যখন দারুণ গতিতে এগিয়ে যাচ্ছে ঠিক সেই সময় আগমন ঘটল ক্যারিবীয় দানব ক্রিস গেইলের। টি-২০ ক্রিকেটের আদর্শ ব্যাটসম্যান হিসেবে খ্যাত গেইলকে এবার তামিমের সঙ্গে ইনিংস শুরু করতে দেখা যেতে পারে।

প্রতিবারই বিপিএলে ব্যাটিংয়ে ঝড় তুলেছেন গেইল। বাংলাদেশের সবচেয়ে বড় এই ঘরোয়া টুর্নামেন্টে সর্বোচ্চ ৩টি সেঞ্চুরি তার। ১০ ম্যাচে ৭৭.২৮ গড়ে রান ৫৪১। ১০ ইনিংসে ৫০ ছক্কা মেরেছেন। ছক্কার বন্যায় তার ধারে কাছে কেউ নেই। বিসিবি একাডেমি মাঠে অনুশীলনে এসে সংবাদমাধ্যমকে গেইল বললেন, “এবার ৪ ইনিংসে ৫৫টি হতে পারে।”

এটা মোটেই হেসে উড়িয়ে দেওয়ার মতো কথা নয়। কারণ ক্রিকেটারের নাম ক্রিস গেইল। যার নামের সমার্থক হলো ব্যাটিং-তাণ্ডব আর বল উড়ে গিয়ে বাউন্ডারি পার হওয়া। নিজেই জানালেন তাকে সবাই ‘সিক্স মেশিন’ হিসেবে চেনে। সবচেয়ে ভালো পারেন ছক্কা মারতে। গেইলের এই ছক্কা ঝড় দেখার জন্যই দর্শকরা অপেক্ষায় আছে। গেইল নিজেও জানেন সেই কথা। বললেন, “টুইটারে অনেকেই বলছিল আমাকে মাঠে দেখতে চায়। ক্রিস গেইল ইজ ব্যাক!”

দর্শকদের অপেক্ষার পালা শেষ করে আগামীকাল রবিবার মাঠে নামছেন ক্যারিবীয় দানব। প্রতিপক্ষ চলতি বিপিএলের অন্যতম ফেবারিট রংপুর রাইডার্স। দিনটি গেইলের হলে রংপুরের বোলারদের কপালে দুঃখ আছে তা বলার অপেক্ষা রাখে না। তাই নিশ্চয়ই তাদের অন্যতম প্রধান টার্গেট থাকবে গেইল।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/  ২৬- ১১২০১৬ ইং / মো: হাছিব

Tags: