muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

কিশোরগঞ্জের সকল পরিবহন ধূমপানমুক্ত ঘোষণা

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ 

আজ ২৯ ডিসেম্বর ২০১৬ তারিখ মঙ্গলবার ধূমপানমুক্ত স্টিকার স্থাপনের মাধ্যমে কিশোরগঞ্জের সকল পরিবহনকে ধূমপানমুক্ত ঘোষণা করা হয়েছে। পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনসমূহ ধূমপানমুক্ত করার অংশ হিসেবে এবার বিভিন্ন পাবলিক পরিবহনে ধূমপানমুক্ত সতর্কীকরণ নোটিশ ও স্টিকার স্থাপন এর মাধ্যমে জেলার সকল পরিবহনকে ধূমপানমুক্ত ঘোষণা করা হলো।

15281057_1135845229862320_1447318665_n

কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার মো: আক্তার জামীল এর নেতৃত্বে কিশোরগঞ্জ এর নাামী-দামী পরিবহন যাতায়াত, অন্যন্যা ক্ল্যাসিক, অন্যন্যা সুপার সহ বিভিন্ন বাসে স্থাপন করা হয় ধূমপানমুক্ত সতর্কীকরণ নোটিশ এবং স্টিকার।

15211643_1135845176528992_964800622_n

একই সাথে জেলার সকল পাবলিক পরিবহনকে ধূমপানমুক্ত পরিবহন হিসেবে ঘোষণা দেন তিনি। এসময় তার সাথে জেলা পরিবহন মালিক সমিতির আহবায়ক বাবু মানিক রঞ্জন দে, সদস্য সচিব লেনিন রায়হান শুভ্র শাহীন সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং গণমাধ্যমের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

15310201_1135842239862619_1777832371_n
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার মো: আক্তার জামীল বলেন, কিশোরগঞ্জের পরিবহন সেক্টরকে ধূমপান মুক্ত করতে চালক-হেলপারদের আরও আন্তরিক হতে হবে। এখন যানবাহনে যাত্রীদের ধূমপান করতে তেমন একটা দেখা না গেলেও চালক-হেলপাররা ধূমপান করেন বলে অভিযোগ আছে।

15226581_1135844289862414_382276115_n

পাবলিক পরিবহনে যাত্রীদের যেমন ধূমপান থেকে বিরত থাকা উচিত তেমনি চালক-হেলপারদেরও যানবাহনে ধূমপান থেকে বিরত থাকতে হবে। তবেই কিশোরগঞ্জের পরিবহন সেক্টরকে ধূমপান মুক্ত করা সম্ভব হবেু। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/৩০-১১-২০১৬ইং/ অর্থ 

Tags: