muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

নিষিদ্ধ পলিথিনের শপিং ব্যাগ বিক্রির দায়ে কিশোরগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

নিষিদ্ধ পলিথিনের শপিং ব্যাগ বিক্রির দায়ে কিশোরগঞ্জে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ ২৯ নভেম্বর ২০১৬ খ্রি. মঙ্গলবার মোবাইল কোর্ট পরিচালনাকালে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার মো: আক্তার জামীল এই জরিমানা করেন। গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে শহরের গাইটাল এলাকার রুহুল স্টোর এবং আখড়া বাজারের মনির স্টোরে অভিযান চালানো হয়। এসময় এ দুটি দোকান হতে নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক তরফদার মো: আক্তার জামীল রুহুল স্টোর এবং মনির স্টোর প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে সর্বমোট দশ হাজার টাকা জরিমানা করেন।

capture

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার মো: আক্তার জামীল বলেন, পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন ব্যাগ বিক্রি নিষিদ্ধ ঘোষণা করা হলেও বিভিন্ন হাট, বাজার ও দোকানগুলোতে এখনও তা বিক্রি চলছে। পাটের ব্যাগ ব্যবহার বৃদ্ধি ও পলিথিনের ব্যাগ ব্যবহার বন্ধের নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে পলিথিন ব্যবহারের দায়ে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। নিষিদ্ধ পলিথিনের ব্যবসা ও ব্যবহার বন্ধে সচেতনতা তৈরিতে জেলার অন্যান্য বাজারগুলোতেও পর্যায়ক্রমে এই অভিযান পরিচালনা করা হবে। দেশের মানুষের মধ্যে পরিবেশ ও সমাজের ভারসাম্য রক্ষার বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে না পারলে পলিথিন ব্যাগের ব্যবহার কমানো বা নির্মূল করা সম্ভব না। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন বলে তিনি জানান।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৯-১১-২০১৬ইং/ অর্থ 

Tags: