কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
নিষিদ্ধ পলিথিনের শপিং ব্যাগ বিক্রির দায়ে কিশোরগঞ্জে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ ২৯ নভেম্বর ২০১৬ খ্রি. মঙ্গলবার মোবাইল কোর্ট পরিচালনাকালে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার মো: আক্তার জামীল এই জরিমানা করেন। গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে শহরের গাইটাল এলাকার রুহুল স্টোর এবং আখড়া বাজারের মনির স্টোরে অভিযান চালানো হয়। এসময় এ দুটি দোকান হতে নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক তরফদার মো: আক্তার জামীল রুহুল স্টোর এবং মনির স্টোর প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে সর্বমোট দশ হাজার টাকা জরিমানা করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার মো: আক্তার জামীল বলেন, পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন ব্যাগ বিক্রি নিষিদ্ধ ঘোষণা করা হলেও বিভিন্ন হাট, বাজার ও দোকানগুলোতে এখনও তা বিক্রি চলছে। পাটের ব্যাগ ব্যবহার বৃদ্ধি ও পলিথিনের ব্যাগ ব্যবহার বন্ধের নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে পলিথিন ব্যবহারের দায়ে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। নিষিদ্ধ পলিথিনের ব্যবসা ও ব্যবহার বন্ধে সচেতনতা তৈরিতে জেলার অন্যান্য বাজারগুলোতেও পর্যায়ক্রমে এই অভিযান পরিচালনা করা হবে। দেশের মানুষের মধ্যে পরিবেশ ও সমাজের ভারসাম্য রক্ষার বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে না পারলে পলিথিন ব্যাগের ব্যবহার কমানো বা নির্মূল করা সম্ভব না। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন বলে তিনি জানান।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৯-১১-২০১৬ইং/ অর্থ